প্রাইমারি ২০১৪ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে আজ বৈঠক করবেন শিক্ষামন্ত্রী

কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন টেট প্রার্থীরা। কিন্তু অভিষেক দেখা করেননি। আজ সেই বিক্ষোভকারী প্রার্থীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুপুর ২টোয় নিজের দফতর বিকাশ ভবনে কথা বলবেন তিনি। জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন টেট চাকরি প্রার্থীদের ছ’জনের প্রতিনিধি দল।
২০১৪ সালে টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের অচিন্ত্য সামন্ত বলেন, ‘‘প্রায় সাড়ে সাত হাজার প্রার্থী টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্ত। মুখ্যমন্ত্রী অতীতে নবান্নে একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন, আমাদের প্রত্যেকেরই চাকরি হবে। তার পর আমরা শিক্ষা দফতর-সহ বিভিন্ন দফতরে যোগাযোগ করি। তার পরেও কোনও সুরাহা হয়নি। আমরা অভিষেকবাবুর সঙ্গেও দেখা করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের তুলে দেয়। এখন শিক্ষামন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আশা রাখছি, বৈঠকে আমরা আমাদের দাবি জানাতে পারব।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও