ইডি-সিবিআই থেকে জনগণের নজর ঘোরাতে চা-ঘুগনির ব্যবসার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য মনসা সেনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে মন্তব্য করলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন। এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে।’ তিনি আরও বলেছেন, ‘প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। তার পরের সপ্তাহে মাকে বললেন, ‘একটু ঘুগনি তৈরি করে দাও।’ তার পরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে। দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে গোটা যুব সমাজকে অপমানিত হয়েছে। আজ কোটি কোটি বেকার কাজ খুঁজছে। লক্ষ লক্ষ শূন্যপদে নিয়োগ নেই। এই অবস্থায় রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এই রকম মন্তব্য হতাশাজনক।
বিবৃতিতে মনসা সেন আরও বলেন, আসলে ইডি, সিবিআই তদন্তের ফলে রাজ্য সরকারের বড় বড় কর্তারা ধরা পড়ছেন। মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ। এই অবস্থায় জনগণের নজর ঘোরাতেই ইচ্ছে করে চা-ঘুগনির ব্যবসার কথা বললেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা করি। অবিলম্বে সমস্ত বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিতে হবে। প্রাইমারি, এসএসসি, এমএসসি,পিএসসি,কলেজ সার্ভিস সহ সমস্ত নিয়োগ নিয়মিত করতে হবে।

অন্যদিকে ওই প্রেস বিবৃতিতে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন,’গোটা রাজ্যে বেকার যুবকরা ত্রাহি ত্রাহি করছে। হাজার হাজার চাকরি প্রার্থী আন্দোলন করছে। বেকারত্ব দূরীকরণ না করে মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো চা,ঘুগনির ব্যবসা করতে বলছেন। এই অপদার্থ, অযোগ্য মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও