কাদের অবহেলায় এত বড় ঘটনা ঘটল তা খুঁজে বের করতে হবে সরকারকে, মালবাজার মৃত্যু নিয়ে বললো এপিডিআর

কাদের অবহেলায় এত বড় ঘটনা ঘটল তা খুঁজে বের করতে হবে সরকারকে, মালবাজার মৃত্যু নিয়ে এমনটাই বললো মানবাধিকার সংগঠন এপিডিআর বা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। ওই সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক বিবৃতিতে বলেছেন,
“মালবাজারের ঘটনায় শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে দায় এড়াতে পারে না রাজ্য সরকার। কেন এবং কাদের অবহেলায় এত বড় ঘটনা ঘটল তা খুঁজে বের করতে হবে সরকারকে। আমরা এই ঘটনায় জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের দায়িত্ব জ্ঞানহীন আচরণের শাস্তি দাবি করছি। শাস্তি চাই স্থানীয় পুর প্রধানেরও।”
এপিডিআর বলছে,’মাল নদীতে এই সময়ে এরকম হড়পা বানের ঘটনা ঘটেই৷ আগেও বেশ কয়েকজন মানুষ এরকম হড়পা বানে মারা গেছেন বলে স্থানীয় সাংবাদিকরা বারবার প্রশাসনকে হুশিয়ার করেছিল। ভাসানের জায়গার অপ্রতুলতা নিয়েও প্রশ্ন তুলেছিল।
সমস্ত তথ্য জানা সত্বেও, আশংকা থাকা সত্বেও জেলাশাসক, পুলিশ সুপার বা পুরসভা কোন সতর্কতা মূলক ব্যবস্থাই নেয়নি। এর জন্য কর্তব্যে অবহেলার অভিযোগে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক সরকার, এটাই আমাদের দাবি।’
রঞ্জিত শূর বিবৃতিতে বলেন,’ এরকম ভয়াবহ শোকাবহ ঘটনার পরে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভাসান কার্নিভাল করা ঠিক হবে কিনা রাজ্য সরকার আরও একবার ভেবে দেখুন।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও