ভারতের প্রায় ৫০ শতাংশ সম্পদ ১ শতাংশের কুক্ষিগত, দাবি অক্সফ্যামের

ভারতের প্রায় ৫০ শতাংশ সম্পদ ১ শতাংশ ধনী ব্যবসায়ীর কুক্ষিগত আছে, এমনই চাঞ্চল্য কর দাবি অক্সফ্যামের। ভারতে যে প্রতি নিয়ত সম্পদের একমুখী করণ হচ্ছে। সম্পদ যে ধীরে ধীরে ধনী ব্যবসায়ীর কুক্ষিগত হচ্ছে সে বিষয়ে আগেই সতর্ক করেছে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা। এবার সামনে আসলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অক্সফ্যামের আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট। বিবিসি’র সংবাদ অনুযায়ী সেই নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সালের ভারতের সম্পদের পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট সম্পদের ৪০.৫ শতাংশ বা তার থেকেও সম্পদের মালিক ১ শতাংশ ধনী ব্যবসায়ীরা।

ওই গবেষণা পত্র অনুসারে, ২০২০ সালে ভারতে মোট ১০২ জন বিলিয়নিয়ার ছিলেন। এরপর ২০২২ সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৬৬ জন। ভারতের অধিকাংশ দরিদ্ররা বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয়তাও বহন করতে অক্ষম বলে দাবি করা হচ্ছে। এই বৈষম্যকে মোকাবেলা করার জন্য, দাতব্য সংস্থাটি ভারতের অর্থমন্ত্রীকে অতি ধনীদের উপর সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে। সারভাইভাল অফ দ্য রিচেস্ট শিরোনামের এই গবেষণাটি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রথম দিনে প্রকাশ করা হয়। সূত্র: বিবিসি নিউজ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও