কোনও থানার সিসিটিভি কাজ না করলে কঠোর ব্যবস্থা নিতে নেওয়ার নির্দেশ বিচারপতি মান্থার

যুগান্তকারী নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার বিচারপতি মান্থা জানান, ‘‘কোথায় সিসিটিভি কাজ করছে না, তা যাচাই করুন। এ জন্য রাজ্য সিআইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্য নিতে পারে। আপনি প্রতি সপ্তাহে পুলিশ কমিশনার, সুপার, রেলওয়ে পুলিশের এসপিদের থেকেও রিপোর্ট নিতে পারেন।’’ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা আরও জানান, কোনও থানার সিসিটিভি কাজ না করলে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনার বা পুলিশ সুপারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিচারপতি মান্থার মন্তব্য ‘‘আদালত বিশ্বাস করে, আগামী দিনে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবিয়া এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকার যে উত্তরসূরিরা আসবেন, তাঁরাও কোর্টের নির্দেশ মানবেন। তাঁদের এই বিষয়ে অবহিত করবেন মালবিয়া এবং গোপালিকাই।’’ এ বিষয়ে রাজ্য পুলিশের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি।

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, দেশের সব থানায় সিসিটিভি বসাতে হবে। সেই নির্দেশ মেনে সিসিটিভি বসানো হয়েছে সব থানায়। কিন্তু একাধিকবার অভিযোগ উঠেছে, অনেক থানায় সিসিটিভি কাজ করে না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও