ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের বিজেপি, মেঘালয়ে ত্রিশঙ্কু অবস্থা, বলছে এক্সিট পোল

মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল সোমবার ২৭ ফেব্রুয়ারি। গত মাসে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা নির্বাচন। এর আগে এই তিন রাজ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সেবছর দুই রাজ্যে বিজেপির জোট সরকার তৈরি হয়েছিল। এবার মেঘালয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কংগ্রেস সব আসনে প্রার্থী দিতে পারেনি। এই রাজ্যগুলিতে কারা সরকার গড়বে তার আভাস মিলবে বুথ ফেরত সমীক্ষার ফলাফলে। এক্সিট পোলের সমস্ত আপডেট দেখুন এখানে।

তিন রাজ্য়ের গড় ফলাফল
সমস্ত এক্সিট পোলের গড় করলে দেখা যাচ্ছে ত্রিপুরায় ও নাগাল্যান্ডে বিজেপি জোট ফের জয়ী হয়ে সরকার গড়তে চলেছে। অন্যদিকে মেঘালয়ে ত্রিশঙ্কু অবস্থা তৈরি হতে চলেছে।

নাগাল্যান্ড নিয়ে জন কি বাতের সমীক্ষা
জন কি বাতের সমীক্ষা বলছে নাগাল্যান্ডে বিজেপি জোট ৩৫-৪৫টি আসন, এনপিএফ ৬-১০টি আসন, অন্যান্যরা ৯-১৫টি আসন পেতে পারে।

টাইমস নাও এর সমীক্ষায় নাগাল্যান্ড
টাইমস নাওয়ের সমীক্ষা বলছে নাগাল্যান্ডে এনডিএ ৪৪টি, এনপিএফ ৬টি ও অন্যান্যরা ৯টি আসন পাবে।

মেঘালয়ে ত্রিশঙ্কু
টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, মেঘালয়ে এনপিপি ২২, বিজেপি ৫, কংগ্রেস ৩ ও অন্য়ান্যরা ২৯টি আসন পেতে পারে। ফলে ফের ত্রিশঙ্কু সরকার তৈরির আশঙ্কা বুথ ফেরত সমীক্ষায়।

জন কি বাতের সমীক্ষা
জন কি বাতের সমীক্ষা বলছে, ত্রিপুরায় বিজেপি ২৯-৪০টি আসন পেতে পারে। বামেরা ৯-১৬টি আসন ও তিপ্রামোথা ১০-১৪টি আসন পেতে পারে।

ত্রিপুরায় ত্রিশঙ্কু
টাইমস নাও সমীক্ষা বলছে ত্রিপুরায় ত্রিশঙ্কু সরকার হতে চলেছে। বিজেপি জোট পেতে পারে ২২টি আসন। বাম জোট ২১টি ও তিপ্রামোথা পেতে পারে ১৪টি আসন।

ত্রিপুরা বিজেপির জয়
জি-র সমীক্ষা বলছে, ত্রিপুরায় বিজেপি ২৯-৩৬টি আসন পেতে পারে। বাম-কং জোট ১৩-২১টি আসন, তিপ্রামোথা ১১-১৬টি আসন পেতে পারে।

মেঘালয়ে ত্রিশঙ্কু
জি-র সমীক্ষা বলছে, মেঘালয়ে এনপিপি ২৪টি, বিজেপি ৯টি, কংগ্রেস ৪টে ও অনন্যরা ২২টি আসন পেতে পারে।

নাগাল্যান্ডে ফের বিজেপির জোট সরকার
নাগাল্যান্ডে ফের বিজেপির জোট সরকার ক্ষমতায় ফিরতে চলেছে। ৩৯টি আসনে জিততে পারে জোট। এনপিএফ ৩টি, কংগ্রেস ২টি ও অন্যান্যরা ১৫টি আসন পেতে পারে।

ত্রিপুরায় ফের মানিক সাহার সরকার তৈরি হতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসাবে ২৭ শতাংশ সমর্থন তাঁর দিকেই।

বিজেপি ফের শীর্ষে
বিজেপি ও আইপিএফটি জোট মোট ভোটের ৪৫ শতাংশের বেশি পেতে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে।

ত্রিপুরা ইন্ডিয়া টুডে সমীক্ষা
ইন্ডিয়া টুডে সমীক্ষা বলছে ত্রিপুরায় বিজেপি ৩১-৪৫টি আসন পেয়ে ফের ক্ষমতা আসতে চলেছে। বাম জোট পেতে পারে ৬-১১টি আসন। তিপ্রামোথা পেতে পারে ৯-১৬টি আসন। সৌজন্যে: ওয়ান ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও