বাম আমলে কত চাকরি হয়েছে ‘চিরকুট’ সুপারিশে? শ্বেতপত্র দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

 

বাম আমলে ‘চিরকুট’ দিয়ে চাকরি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘আমাদের শিক্ষা সেল এবং কাউন্সিলরদের বলেছি, ১৯৯৭ সাল, যখন থেকে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) শুরু হয়েছে, সেই সময় একটি নির্দিষ্ট দলের ‘সর্বক্ষণের কর্মী’দের মধ্যে কারা কারা চাকরি পেয়েছেন, তার একটা তালিকা তৈরি করতে। তার শ্বেতপত্র আমরা প্রকাশ করব।’’
শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য এ দিন বলেছেন, ‘‘আমাদের সময়ে নির্দিষ্ট ছাত্র সংগঠন না করলে স্কুলে চাকরি পাওয়া যেত না। আমার এম এ পাশ করা ছিল এবং নেট পাশ করা ছিল বলে কলেজে শিক্ষকতা পেতে অসুবিধা হয়নি। আমার বহু বন্ধু ও পরিচিত আছেন, যাঁরা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন করতেন।’’ তিনি জানান, শ্বেতপত্রের জন্য তালিকা তৈরিতে সব ক্ষেত্রই ধরা হবে। লোকাল কমিটি, জ়োনাল কমিটি, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, যাঁরাই সেই সময়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন, সবই তালিকায় থাকবে।

এদিকে সিপিএমের সুজন চক্রবর্তী পাল্টা বলেছেন, ‘‘রাজ্যে দুর্নীতি, ঋণের বোঝা নিয়ে শ্বেতপত্র আর হল না! এখন শিক্ষামন্ত্রী বলছেন, বাম আমলে নিয়োগ নিয়ে শ্বেতপত্র দেবেন। বাম আমলে চাকরির জন্য টাকার থলি নিয়ে কারও পিছনে ঘুরতে হত না। যোগ্যতার নিরিখে চাকরি হয়েছে। শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, বাম আমলের নাম, ধাম এবং কর্মসংস্থানের জায়গা জানিয়ে চাকরি পাওয়ার শ্বেতপত্র প্রকাশ করুন! তাতে তাঁর নিজের এবং তাঁদের হয়ে টিভি চ্যানেলে যাঁরা বক্তৃতা করেন, সেই সব নামও যেন থাকে।’’

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘বাম আমলে তো উনিও চাকরি পেয়েছিলেন। বাম আমলে যে দলীয় আনুগত্যের বিনিময় চাকরি দেওয়া হত, সেই অভিযোগ সব বিরোধীদের ছিল। তার মানে কি সেই ঘটনাকে ঢাল করে শিক্ষামন্ত্রী টাকার বিনিময় চাকরি বিক্রিকে মান্যতা দিচ্ছেন? এই পাহাড় প্রমাণ দুর্নীতিকে সমর্থন করছেন?’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও