ওয়েলফেয়ার পার্টিকে নমিনেশনে বাধা, অভিযোগ তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে

ওয়েলফেয়ার পার্টিকে নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার ওয়েলফেয়ার পার্টির প্রার্থীরা দক্ষিন চব্বিশ পরগনার বজবজ বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গেলে নমিনেশন ফাইলপত্র ছিনিয়ে নেয় শাসকদলের গুন্ডারা। এমনই অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে। ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, মহিলা প্রার্থীসহ নেতৃত্বদের জামা কাপড় ছিঁড়ে দেয় গুণ্ডারা এবং মারধর করে বলে অভিযোগ।
ডব্লিউপিআই নেতৃত্বের অভিযোগ, প্রথমে নমিনেশনে করতে যেতে বাধা দেয় তারপর ঢুকতে দেয়, কিন্তু পরে নমিনেশনের মহূর্তে কাগজ পত্র কেড়ে নেয় এবং ছিঁড়ে ফেলে এবং গাড়ি ভাঙচুর করে।

দলটি বলছে, ২০১৮ সালের মতো এবারও নমিনেশন করতে দিচ্ছে না শাসক দল।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও