৫০০ বেড়েছে ভাতা, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন সভা ছাড়লেন ইমাম মুয়াজ্জিনরা

 

রফিকুল হাসান, কলকাতা: মাত্র ৫০০ টাকা ভাতা বেড়েছে ইমাম মোয়াজ্জিন সাহেবদের। সঙ্গে পুরোহিতদেরও ভাতা বেড়েছে 500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় অখুশি হয়ে সভা শেষ না করেই ইমাম মোয়াজ্জেন সমাবেশে আগত ইমাম মোয়াজ্জেনরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সিট ছেড়ে বেরিয়ে গেলেন। তখনো মঞ্চে বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাখোদা মসজিদের ইমাম কারী শফিক কাসেমীর সভাপতিতে ইমাম মোয়াজ্জিন কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের এই সভায় আরো বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, রেড রোডের ইমাম কারী ফজলুর রহমান, একেএম ফারহাদ, মোঃ কামরুজ্জামান, পীরজাদা মাওলানা হাসানুজ্জামান সহ বিভিন্ন জেলার ইমাম কো-অর্ডিনেটররা। এদিনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে খুব উগরে দিয়ে বাংলার বিরুদ্ধে বঞ্চনা ও এনআরসি সহ নানাবিধ বিষয় নিয়ে সরব হন। এদিন বক্তব্যের শেষের দিকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন ইমাম ও মোয়াজ্জেন সাহেবদের ৫০০ করে টাকা ভাতা বাড়ানো হল। পাশাপাশি এদিনের সভায় না এসেও সম্প্রীতি রক্ষায় পুরোহিতদেরও ৫০০ টাকা করে ভাতা বাড়ানোর ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অখুশি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এঁর বক্তব্য চলাকালীন চেয়ার ছেড়ে বেরিয়ে যান ইমাম মোয়াজ্জেন সাহেবরা। মাত্র এই ৫০০ টাকা ভাতা বাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এঁর বক্তব্য চলাকালীন সভা ছেড়ে বেরিয়ে যান ইমাম মুয়াজ্জিন সাহেবরা।
ইমামরা বাইরে এসে জানান, ৫০০ টাকা দিয়ে আমাদের অপমান করা হল। এই টাকায় কী হবে?
উল্লেখ্য, এদিন পুরোহিতদেরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও