খুশির আবেগে চোখে জল নরেন্দ্র মোদীর, অভিনন্দনবার্তা পাঠাল পাকিস্তান

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্যে অভিনন্দন জানিয়েছে পড়শি দেশ পাকিস্তান। এর আগে শুভেচ্ছা জানিয়েছিল বাংলাদেশও। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জহরা বালোচ বলেন, ‘‘এটি একটি বিরাট বৈজ্ঞানিক সাফল্য। যে কৃতিত্বের জন্য অভিনন্দন প্রাপ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের।’’
পাকিস্তানের সংবাদমাধ্যমও ইসরোর প্রশংসায় পঞ্চমুখ। ওই দেশের একাধিক প্রথম সারির সংবাদপত্র এবং টিভি চ্যানেল ভারতের চন্দ্রজয়ের কথা গুরুত্ব দিয়ে প্রচার করেছে। ‘দ্য ডন’ সংবাদপত্রে প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘তুলনা অসম হলেও মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্য থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার রয়েছে।’’
এদিকে গ্রিস থেকে ফিরে শনিবার সকালেই বেঙ্গালুরু পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ইসরোর অফিসে গিয়ে তিনি চন্দ্রযানের কারিগরদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, ‘‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’’। এর পর জনগণের উদ্দেশে ভাষণে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মোদী। তাঁর চোখে জল চলে আসে। এমনকি, কথা বলতে বলতে কয়েক বার কান্নায় গলা ভেঙে আসে প্রধানমন্ত্রীর। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে মোদী বলেন, ‘‘ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির ‘শঙ্খনাদ’ শোনা যাচ্ছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও