তেহট্ট নওদা পাড়ায় কুরআন বিতরণ, মুসলিমদের ব্যাবসায় এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ

নদিয়ার তেহট্ট নওদা পাড়ায় অমুসলিমদের কুরআন বিতরণ করলেন আমানত ফাউন্ডেশন। মূলত জেলার বেশ কিছু উদ্যোগী মানুষ এই কাজে এগিয়ে আসেন। তারবিয়া কেমব্রিজ ইন্টারনেশনাল স্কুলে অনুষ্ঠিত ওই সভায় বহু মানুষ অংশ নেন।
এদিন মুসলিমদের ব্যাবসায় এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নেয় নদীয়া বিজনেস ফোরাম। সকাল ১১ টা থেকে অনুষ্ঠান শুরু হয়, চলে বিকেল পর্যন্ত। কেমব্রিজ ইন্টারনেশনাল স্কুলের আয়ুব আলী খান জানান,
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন কোরআন ও সুন্নাহ এর আলোকে দ্বীন এবং দ্বীন প্রচারে আমাদের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন ডঃ সেখ মহিম আলী।
শিক্ষা আন্দোলনে আমাদের ভূমিকা বিষয়ে বলেন সৈয়দ মহঃ আজাদ।
এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে করনীয় এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কিম সমূহ সম্পর্কে আলোচনা হয়। উপস্থিত সকলেই মুসলিমদের ব্যাবসায় এগিয়ে আসার আহ্বান জানান। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাবসার পরিসর বাড়ানোর পরামর্শ দেন বক্তারা।
এদিন উন্নত মানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উপরেও জোর দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও