রামচরিতমানসে পটাসিয়াম সায়ানাইড, বিতর্কিত মন্তব্য বিহারের মন্ত্রীর

 

বিহারের শিক্ষামন্ত্রী এবং প্রবীণ আরজেডি নেতা চন্দ্রশেখর আবারও রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, রামচরিতমানসে পটাশিয়াম সায়ানাইড আছে। যতদিন এই পটাশিয়াম সায়ানাইড থাকবে ততদিন আমি এর বিরোধিতা করে যাব।
বৃহস্পতিবার, চন্দ্রশেখর, পাটনার বিহার হিন্দি গ্রন্থ একাডেমিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেন। তাঁর ভাষণে, তিনি সুন্দর কান্ডের এক দোহার উল্লেখ করে বলেন, ‘জিভ কাটার দাম ১০ কোটি টাকা ধরা হয়েছিল। তাহলে আমার গলার দাম কি হবে?’
তাঁর এই বক্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাজ্যের মুখপাত্র অরবিন্দ সিং বলেছেন, বিহারের শিক্ষামন্ত্রী অধ্যাপক চন্দ্রশেখর নিজেই সামাজিক সায়ানাইড। তিনি সমাজে বিষ ছড়াতে মরিয়া।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও