মুখ্যমন্ত্রীকে ‘ঠুমকা’ নাচের কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল তৃণমূলের মহিলা সাংসদরা

২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খানসহ একাধিক তারকার সাথে নাচে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই নাচ নিয়েই বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মুখ্যমন্ত্রী ঠুমকা লাগাচ্ছেন বলে কটাক্ষ করেন। বিজেপির এই নেতার বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।  অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের মহিলা সাংসদরা। ‘গিরিরাজকে বহিষ্কার করুন’ দাবিও জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ আনে রাজ্যের শাসক দলটি। এদিন কোলকাতার রাজপথে প্রতিবাদ কর্মসূচীও পালন করে তৃণমূল। এই বিতর্কের আঁচ বিধানসভাতেও এসে পড়ে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও