৩৭০ ধারা বাতিল অসাংবিধানিক নয়, কেন্দ্রের সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের

২০১৯ সালে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে দেওয়া রাজ্যটির বিশেষ মর্যাদা লোপ করে। সোমবার সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর থেকে কেন্দ্রীয় সরকারের সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ঐতিহাসিক রায় ঘোষনা করেছে। ৩৭০ধারা বাতিল নিয়ে রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন, ধারা ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। সংবিধানের ৩৭০ ধারায় যেহেতু কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল, তা স্থায়ী নয়, তাই রাষ্ট্রপতি কর্তৃক বাতিল করার অধিকার সম্পূর্ণ বৈধ। জম্মু-কাশ্মীর ভারতে অন্তর্ভুক্তির পর আর কোনও পৃথক সার্বভৌমত্ব থাকতে পারে না। সুপ্রিম কোর্ট বলেছে, জম্মু-কাশ্মীর হলো ভারতের অভ্যন্তরীণ অঙ্গ। যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ৩৭০ ধারাটি স্থায়ী নয়, সাময়িক ব্যবস্থা ছিল মাত্র। তাই এই ধারাটি বাতিল করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির।

এদিন জম্মু-কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা ভোট সম্পন্ন করার আদেশ দিয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৬ দিনের শুনানির পর চলতি বছরের ৫ই সেপ্টেম্বর এই বিষয়ে ২৩টির মতো পিটিশনের উপর রায় সংরক্ষণ করেছিল। বেঞ্চে বিচারপতি হিসাবে এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তও ছিলেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও