মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব পদক্ষেপ পর্ষদের

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এক ট্রেন্ডে পরিনণত হয়েছে৷ প্রশ্ন ফাঁস রুখতে এবার বিশেষ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এবার থেকে মাধ্যমিকের পরীক্ষায় প্রতিটি প্রশ্নপত্রে কোড থাকবে। প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড রাখা হবে। প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত এই কোর্ড থাকবে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অন্যতম একটি আধুনিক ব্যবস্থা হিসাবে পর্ষদের ব্যবস্থাটির বিষয়ে ঘোষণা দেন। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কখনও হয় না, কেউ ভেতর থেকে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেই। প্রশ্নপত্রে বিশেষ কোর্ড ব্যবহারের মাধ্যমে বোঝা যাবে কে এই কাজটি করেছে। পাশাপাশি যার কাছ থেকে প্রশ্নপত্রটি বাইরে আসবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।পরীক্ষা ‘বাতিল’ বলেও গণ্য করা হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও