জেলে ফিরতে হবে, রায় শুনেই পলাতক বিলকিসের ধর্ষকরা

সুপ্রিম কোর্ট তাদের জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে। এরপর বিলকিস বানোর ধর্ষকদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গুজরাটের বিজেপি সরকারের পুলিশ নাকি সোমবার শীর্ষ আদালতের রায়দানের আগে থেকেই কড়া নজরদারিতে রেখেছে দাহোদের সেই গ্রাম সিংভাদকে। কিন্তু কোথায় বিলকিস বানোর ধর্ষকরা? কাদের পাঠানো হবে জেলে? অধিকাংশের বাড়ির দরজায় ঝুলছে তালা। কেউ নাকি রায়ের দিন সকালেই পালিয়েছে, কেউ ফেরার ১৫ দিন ধরে। পুলিশের চোখে ধুলো দিয়ে তারা পালিয়েছে নাকি বিজেপি’র পুলিশই পালাতে সাহায্য করেছে, সে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাংবাদিক সোমবারই ধর্ষকদের গ্রামে যান। দেখেন, ধর্ষক ন’জনের কোনও খোঁজ নেই। অধিকাংশের বাড়ি তালাবন্ধ। সামনে মোতায়েন রয়েছেন একজন করে পুলিশকর্মী। শীর্ষ আদালতের রায়দানের আগেই পুলিশ এই ‘বন্দোবস্ত’ করেছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও তাঁরা ভয়ে মুখে কুলুপ এঁটেছেন। দু’-চার কথা বলে ফেললেও পরক্ষণেই এড়িয়ে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও