এক পয়সাও নিয়ে থাকলে পদত্যাগ করব, ইডি অভিযানের পর চ্যালেঞ্জ সুজিত বসুর

শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। ১৪ ঘণ্টার ম্যারাথন জেরা ও তল্লাশি চালায় তদন্তকারী সংস্থাটি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান চালায় ইডি। ইডির অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হন সুজিত বসু। এদিন তিনি বলেন, ” ইডি যা কিছু জিজ্ঞাসা করেছে বা ডকুমেন্টস চেয়েছে, আমি সব দিয়েছি। আগামী দিনেও সব ভাবে সহোযোগিতা করব।” পুর নিয়োগে দুর্নীতি অস্বীকার করে দমকলমন্ত্রী বলেছেন, “আমি এর সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে কর্মক্ষেত্রে কেউ যদি বলে যে আমি এক পয়সাও নিয়েছে, আজই পদত্যাগ করব। গর্বের সাথে রোল বিক্রি করতাম, কিন্তু কারও পকেট কাটতাম না।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেন, উনি বড় বড় কথা বলছেন। আগে আয়নার সামনে নিজের মুখটা দেখুক। আমিই তাঁকে রাজনীতির লোকই মনে করিনা। সুজিত বসু আরও বলেন, আমরা সবকিছুর জবাব রাজনীতির ময়দানে দেব, নির্বাচনে মানুষ এসবের জবাব দেবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও