মালিতে সোনার খনি ধসে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু

মালিতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনার খনি ধসে ৭০ জনের বেশি মানুষ মারা গেছে। বুধবার এ ঘটনা ঘটে। মালি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। এই দেশটি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ।এখানকার সোনার খনিতে প্রায় ভূমিধসের ঘটনা ঘটছে। এই দামি ধাতু পেতে মানুষকে হিমশিম খেতে হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবার একজন কর্মকর্তা ওমর সিদিবে বলেছেন ঘটনাটির সময় জোরে শব্দ হয়, মাটি কাঁপতে থাকে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঘটনাস্থলের আশেপাশের এলাকায় ২০০ টিরও বেশি সোনার খনি রয়েছে। শ্রমিকদের খোঁজে তল্লাশি চলছে। বর্তমানে খনি থেকে ৭৩টি লাশ বের করা হয়েছে। এর আগে মালির খনি মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করলেও সঠিক পরিসংখ্যান দেয়নি। সরকার শোকসন্তপ্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। এই ঘটনার পর, সরকার জনগণকে শুধুমাত্র প্রতিষ্ঠিত মানদণ্ডের ভিত্তিতে খনিতে যেতে আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও