প্রাথমিকে ৯ হাজার ৫৩৩ জনের প্যানেল প্রকাশ

আইনি জটিলতা কাটিয়ে এবার সুখবর পেলেন প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০২২ সালের নিয়োগের প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯ হাজার ৫৩৩ জনের প্যানেল প্রকাশ করেছে পর্ষদ। শীঘ্রই নিয়োগপত্রও তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। ২০২২ সালের নিয়োগে শূন্যপদের সংখ্যা ছিল ১১ হাজার ৭৬৫, তার মধ্যে আপাতত ৯ হাজার ৫৩৩টি পদ পূরণ করা হবে। এই নিয়োগপত্র তালিকায় রয়েছে তাঁরা মূলত ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। ৯,৫৩৩ জনকে নিয়োগের পর বাকি শূন্যপদ খালি রাখতে হবে। আদালতের চূড়ান্ত নির্দেশের উপরেই তাঁদের নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে। পরবর্তী শুনানি রয়েছে ২৪শে মার্চ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও