ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা : ব্যাপক হুমকিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী

 

দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করার পর থেকে ব্যক্তিগতভাবে হুমকিমূলক বার্তা পাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নালেদি পান্দর বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী ভেকি সেলের সাথে কথা বলেছি কারণ আমি বিভিন্ন বার্তা পাচ্ছি এবং আমি অনুভব করেছি যে- আমাদের অতিরিক্ত নিরাপত্তা দেয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, তিনি তার পরিবার নিয়ে আরো উদ্বিগ্ন কারণ সামাজিক মাধ্যমের কিছু বার্তায় তার সন্তানদের নাম উল্লেখ করা হয়।

নালেদি পান্দর ইসরাইলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যারাই ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের ভয় দেখানোর জন্য হুমকি দেয়া হয়।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার দুর্দিনে ফিলিস্তিন তাদের পাশে ছিল, তাই তারাও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চায়।

তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই ফিলিস্তিনিদের সাথে থাকতে হবে এবং তাদের সাহসের প্রশংসা করা উচিত।’
সূত্র : আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও