সিস্টেমে আমি মিসফিট, দলীয় পদ ছেড়ে মন্তব্য কুণাল ঘোষের

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ ছাড়লেন কুণাল ঘোষ। পদ ছাড়লেও দলে যে থাকছেন সেই বিষয়েও জানিয়েছেন তিনি। তিনি আক্ষেপের সুরে বলেন, সিস্টেমে আমি মিসফিট। এদিন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘এক্স-এ এক পোস্ট করে কুণাল বলছেন,” আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেক আমার সেনাপতি, তৃণমূল আমার দল।”

মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেখানে কুণাল ঘোষকে ডাকেননি। এতেই নাকি কুণাল ক্ষুব্দ হন। এরপর থেকেই ‘এক্স’ হ্যান্ডেল থেকে দলের পদ মুছে দেওয়া থেকে শুরু করে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। এদিকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে নিশানা করে আবার পোস্ট করেন। তিনি লিখেছেন,”নরেন্দ্র মোদি বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন। যুক্তিতে তাঁকে ধুয়ে দেওয়া যায়। কিন্তু ঘটনা হল তাঁর কড়া সমালোচনার মূল দায়িত্ব যাঁদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক। এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদি। একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও