রাজনৈতিক ইনিংস শুরু ইউসুফ পাঠানের, তৃণমূলের টিকিটে নির্বাচনী ময়দানে

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান নতুন ইনিংস শুরু করতে চলেছেন।রাজনৈতিক ইনিংসের শুরুতেই লোকসভা নির্বাচনের মাঠে নামছেন তিনি। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস প্রাক্তন এই ক্রিকেটারকে টিকিট দিয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে ইউসুফ পাঠান ভোটে লড়বেন। ইউসুফ পাঠানের মুখোমুখি হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। ইউসুফ পাঠান যে আসন থেকে টিকিট পেয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জ বর্তমানে সেই আসনের সাংসদ। কংগ্রেস এখনও এই আসন থেকে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে এখানে শুধু অধীর রঞ্জনকেই মাঠে নামানো হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিজেপিও ভালো টেক্কা দেবে এই আসনে। এমতাবস্থায় নির্বাচনে জয়লাভ করা ইউসুফ পাঠানের পক্ষে সহজ হবে না। ইউসুফকে বহরমপুর থেকে প্রার্থী করা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “মোদী-অমিত শাহ গুজরাত থেকে, দিদির প্রার্থীও গুজরাত থেকে আসছেন। জানিনা কি ব্যপার হচ্ছে এত।” বাংলা থেকে টিকিট দেওয়া নিয়ে তিনি আরও বলেন, ” ইন্ডিয়া জোটকে বলতে পারতেন যে আমরা ইউসুফকে সম্মানিত করতে চাই গুজরাত থেকে প্রার্থী করে। এতই সম্মানিত করার ইচ্ছে থাকলে রাজ্যসভায় পাঠাতে পারতেন”।

ইউসুফ পাঠান গুজরাটের বরোদার বাসিন্দা। বাংলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তার জন্য বড় চ্যালেঞ্জ। তবে তিনি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে মুসলিমদের সংখ্যা বেশি। এদিকে সোশ্যাল মিডিয়া সাইট ‘এক্স’-এ পোস্ট করে ভাই ইউসুফকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি লেখেন, “আপনার সংযম, নম্রতা, মানুষকে সাহায্য করার ইচ্ছা কোনো সরকারি পদে না থেকেও মানুষের কাছে দৃশ্যমান। আমি আশা করি আপনার নতুন ভূমিকায় আসার পর আপনি মানুষের জীবনে পরিবর্তন আনবেন।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও