রাজ্যের ৪২ কেন্দ্রকে পর্যবেক্ষক দিয়ে মুড়ে দিতে চাইছে নির্বাচন কমিশন

লোকসভা ভোটের সূচি যেদিন ঘোষণা হবে, তার পরের দিনই রাজ্যে আসবেন ৪২ জন আয়-ব্যয় পর্যবেক্ষক। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই পৌঁছে যাবেন তাঁরা। প্রথম দিন থেকেই আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত তথ্যে নজরদারি চালাবেন তাঁরা। যত দিন না নির্বাচন শেষ হচ্ছে, তত দিন পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। এর পাশাপাশি ৪২ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৪২ জন পুলিশ পর্যবেক্ষক আসবেন প্রত্যেক কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁরাও থাকবেন এই রাজ্যে। এক জন বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং এক জন বিশেষ পুলিশ পর্যবেক্ষকও এই রাজ্যে আসবেন ভোটের সূচি ঘোষণা হওয়ার কিছু দিনের মধ্যেই। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে আরও অনেক পর্যবেক্ষককে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও