ইডির হাতে গ্রেপ্তার আপ বিধায়ক আমানাতুল্লাহ খান

দিল্লিতে ফের ধাক্কা খেলো আম আদমি পার্টি (আপ)। প্রথমে ডেপুটি সিএম মনীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নেয় ইডি। এবার আরও এক আপ বিধায়কের গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। দিল্লির ওয়াকফ বোর্ড নিয়োগে বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজির হন আমানাতুল্লাহ খান। ইডি অফিসে তাঁকে প্রায় ৯.৫ ঘন্টা জেরা করা হয়েছিল।তারপরে সংস্থার আধিকারিকরা গ্রেপ্তার করে।
আমানাতুল্লাহ খান ওখলার বিধায়ক। ২০২০ সালে, আপ আবার ওখলা থেকে আমানতুল্লাহ খানকে প্রার্থী করেছিল। এই নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। প্রসঙ্গত, বিধায়ক আমানতুল্লাহ খানকে ইডি ছয়টি সমন পাঠিয়েছিল। সমন পাওয়ার পরও ইডি-র সামনে হাজির হননি আমানতুল্লাহ খান।

তদন্তকারী সংস্থার হাতে আপ বিধায়কের গ্রেপ্তারির প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ সঞ্জয় সিং। তিনি ‘এক্স’ হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করে বলেছেন, “মোদী সরকার অপারেশন লোটাস অভিযানে মন্ত্রী ও বিধায়কদের বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমানাতুল্লাহর খানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করে ইডি গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে। স্বৈরাচার অচিরেই শেষ হবে। আমি তাঁর পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি।” এদিকে এক ভিডিও বার্তায় আমানাতুল্লাহ বলেছেন, জেলে গেলেও বিজেপির কাছে মাথা নিচু করবো না। জেলে থেকেও ওখলার মানুষের জন্য কাজ করে যাবো।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও