চাকরি বাতিলের রায় বেআইনি, আমরা উচ্চ-আদালতে যাচ্ছি: মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ সাব্বির রশিদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে। হাইকোর্ট এসএসসি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলই বাতিল করেছে আদালত। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের চাকুলিয়ার জনসভা থেকে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিধঁলেন বিজেপিকেও। মুখ্যমন্ত্রী বলেন, “বোমা ফাটাবে বলছে, কি বোমা? ২৬ হাজার শিক্ষকদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাবো, লড়াই করবো।” চাকরি হারাদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হল, চিন্তা করবেন না। হতাশ হবেন না, কেউ জীবনের ঝুকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি, আর যতদূর লড়াই করার লড়াই করব।”

এদিন নাম না নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বলেন, “একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলো। তাঁর অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল। বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।” কলকাতা হাইকোর্টের রায়ের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, “আমি বিচারক নিয়ে বলছি না। কিন্তু রায় নিয়ে বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টা আমরা চ্যালেঞ্জ করছি, কারন ২৬ হাজার চাকরি মানে দেড় লক্ষ পরিবার। ৪ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে বলছে এটা সম্ভব? এই রায় বেআইনি। আমরা এটাকে নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। শিক্ষক-শিক্ষিকাদের বলছি চিন্তা করবেন না, বিপদে পড়লে কেউ না থাকলেও আমি আছি।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও