রাজভবন চত্বরে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা রাজ্যপালের, নিষিদ্ধ করা হল মন্ত্রী চন্দ্রিমাকেও

বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ করেছেন। রাজভবনের এক অস্থায়ী কর্মচারী এমন অভিযোগ করেছেন। ঘটনা নিয়ে তৃণমূল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিক্রিয়াও দেন। রাজভবনের তরফে এক বিবৃতি জারি করে মন্ত্রী চন্দিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ ঘোষণা করেন। রাজভবন চত্ত্বরে পুলিশ প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি, মন্ত্রী চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে উপস্থিত হলে, সেখানে যাবেন না বলে জানান রাজ্যপাল।

বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “মাননীয় গভর্নর ড. সি. ভি. আনন্দ বোসেন বিরুদ্ধে মানহানি এবং সংবিধানবিরোধী মিডিয়া বিবৃতির জন্য, রাজভবন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অর্থ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) চন্দ্রিমা ভট্টাচার্যের। মাননীয় গভর্নর তাঁর অফিসকেও নির্দেশ দিয়েছেন যে তিনি মন্ত্রীর উপস্থিত কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না।” এতে আরও বলা হয়েছে, “মন্ত্রীর বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করা হয়েছে।” রাজভবনে পুলিশের প্রবেশ নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “মাননীয় রাজ্যপাল নির্বাচনের সময় রাজনৈতিক কর্তাদের সন্তুষ্ট করার জন্য অননুমোদিত, অবৈধ, জালিয়াতি এবং অনুপ্রাণিত ‘তদন্ত’ পরিচালনার আড়ালে রাজভবন প্রাঙ্গনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেছে।” এদিকে শ্লীলতাহানি-অভিযোগ নিয়ে মুখ খুলছেন রাজ্যপাল। তিনি ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন,
“সত্যের জয় হবেই। আমি প্রকৌশলী আখ্যান দ্বারা ভীত হতে রাজি নিয়। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায়, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু তারা বাংলায় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও