ক্লাসে ঘুমাচ্ছেন শিক্ষিকা, হাওয়া করছে পড়ুয়ারা

ছোট মেয়েদের হাতে বইয়ের বদলে পাখা। ম্যাডামের গরম লাগছে, তাই ফ্যান দিয়ে বাতাস দিচ্ছেন। এমন দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের আলিগড়ে। ঘটনাটি ধনিপুর ব্লকের গোকুলপুর গ্রামের। যেখানে একজন সরকারি মহিলা শিক্ষিকাকে ক্লাসে মাদুরের উপর ঘুমোতে দেখা যাচ্ছে, আর শিশুরা তাঁকে পাখা দিচ্ছে। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি. ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে দেখা যায় স্কুলটিকে হোটেল ভেবে বিশ্রাম নিচ্ছেন ওই শিক্ষিকা। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে কিছু শিক্ষার্থী পাখা দিচ্ছেন। এই ঘটনা উত্তরপ্রদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। ভিডিওটি প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শিশুদের অভিভাবকরা। অভিভাবকরা বলেছেন, “তারা তাদের সন্তানদের স্কুলে পাঠায় ভালো লেখাপড়ার জন্য এবং কিছু শেখার জন্য। কিন্তু তাদের অন্য কিছু করানো হচ্ছে।” সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও শিক্ষকের সমালোচনা করছেন। ভিডিওটি শেয়ার করতে গিয়ে একজন ব্যবহারকারী বলেছেন, “শিক্ষকদের এমন অবস্থা হলে পড়াশুনা কীভাবে হবে? প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ওই মহিলা শিক্ষক নিজেরাই নিষ্পাপ শিশুদের পাখা বানাচ্ছেন।” যেহেতু বিষয়টি উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী সন্দীপ সিংয়ের নিজ জেলার সাথে সম্পর্কিত, তাই সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। ভিডিওটি ধনিপুরের প্রাথমিক বিদ্যালয়ের। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএসএ বিষয়টি তদন্ত শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও