মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে বিধায়কের নেতৃত্বে মিছিল বিজেপির

দিন কয়েক আগেই বাংলার মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার জেলাগুলিকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছিল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদের এমন মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। এবার মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করলো বিজেপি। তারা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষের নেতৃত্বে লালবাগে পথে নামে। মুর্শিদাবাদ ও মালদা জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে মুর্শিদাবাদ বিজেপির পক্ষ থেকে মিছিলটি করা হয়।গৌরিশঙ্কর ঘোষ জেলার আইনশৃঙ্খলার উপর প্রশ্ন তুলে সাংবাদিকদের বলেন, “রাজ্য জুড়ে তো বটেই, এই জেলাতেও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। জেহাদিদের শাসন চলছে। জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।” বিজেপি বিধায়ক বলেন, “এখানে ভারতবর্ষের জাতীয় পতাকা খুলে ফেলা হয়। এখানে বিধায়কের পা কেটে নেওয়ার নিধান দেওয়া হয়। তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। মানুষ চাইছে আইনের শাসন কায়েম হোক। তৃণমূলের শাসনে আইনের শাসন হবে না, এটা মানুষ বুঝে গিয়েছে। তাই আমরা বলছি এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে।” গৌরিশঙ্কর ঘোষ কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে আরও বলেন,” আপনারা দেখেছেন, কয়েকদিন আগে আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই দুবছর পর সংসদে তুলেছেন। এবার আমরা আশ্বাস পাচ্ছি হইতো এবার কেন্দ্র সরকার মুর্শিদাবাদ ও মালদার কিছু অংশ, যেখানে আইনের শাসন নেই সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে। এই দাবিতেই আজকে আমাদের মিছিল।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও