সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়ার সাংসদ পদ খারিজ মামলার শুনানি

প্রশ্ন-ঘুষ মামলায় লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিমকোর্ট পৌঁছায়কৃষ্ণনগরের সাংসদ। সুপ্রিম কোর্ট আগামী বছরের ৩রা জানুয়ারি লোকসভা থেকে বহিষ্কারের বিরুদ্ধে মহুয়া মৈত্রের আবেদনের শুনানি করবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ তৃণমূল নেতা মহুয়া মৈত্রের আবেদনের শুনানি করেন।বিচারপতি খান্না বলেন, মামলার ফাইল শুক্রবার সকালেই পৌঁছেছে। ফাইলটা পুরো পড়ে দেখতে চাই।
মহুয়া মৈত্র এর আগে মামলার দ্রুত শুনানির জন্য ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাছে দাবি করেছিলেন। প্রধান বিচারপতি মহুয়ার আইনজীবীকে দ্রুত শুনানির দাবি জানিয়ে একটি ইমেল পাঠাতে বলেছিলেন। এর পরে পিটিশনের তালিকা বিবেচনা করা হবে। উল্লেখ্য, বুধবার মহুয়ার মামলাটির দ্রুত শুনানি চেয়ে মহুয়ার আবেদনের শুনানি করার সময় বিচারপতি এসকে কৌল বলেছিলেন, তার দ্রুত শুনানির জন্য প্রধানবিচারপতির কাছে অনুরোধ করা উচিত। শিগগিরই শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। আমি এই পর্যায়ে সিদ্ধান্ত নিতে চাই না। তারপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে একই আর্জি জানান সিঙ্ঘভি। মহুয়ার আর্জিতে সাড়া দিয়ে শুক্রবারই মামলাটি শুনতে রাজি হয়েছিল সুপ্রিম কোর্ট। এদিকে শীতকালীন অবকাশের আগে আজ ছিল কোর্টের শেষ কর্মদিবস, চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও