ইডি, সিবিআই, আইটি আর সরকারি সংস্থা নয়, এখন বিজেপির ‘বিরোধী নির্মূল সেল’: রাহুল গান্ধী

বুধবার জমি জালিয়াতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। এনিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “ইডি, সিবিআই, আইটি ইত্যাদি এখন বিজেপির ‘বিরোধী নির্মূল সেল’ হয়ে গেছে। ” কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ইডি, সিবিআই, আইটি ইত্যাদি এখন আর সরকারি সংস্থা নয়, তারা এখন বিজেপির ‘বিরোধী নির্মূল সেল’ হয়ে গেছে। দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি নিজেই ক্ষমতার আবেশে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযান চালাচ্ছে।” অন্যদিকে কংগ্রেসে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন বিজেপির লক্ষ্য হল বিরোধী মুক্ত করা। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “বিরোধী-মুক্ত সংসদ, গণতন্ত্র-মুক্ত ভারত, প্রশ্নমুক্ত গণমাধ্যম এবং সম্প্রীতি-মুক্ত জনগণ- এটাই বিজেপি সরকারের লক্ষ্য। সমস্ত রাজ্যে একের পর এক সরকার পতন হচ্ছে। বিরোধী নেতাদের হয়রানি করা হচ্ছে। যে বিজেপিতে যোগ দেবে না সে জেলে যাবে।” তিনি আরও বলেন, “ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জিকে ইডি চাপিয়ে দিয়ে হেনস্থা করা এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা এই বিদ্বেষপূর্ণ প্রচারণার অংশ। বিজেপির এই ভ্রম রয়েছে যে তারা ১৪০ কোটি মানুষের কণ্ঠকে চূর্ণ করতে পারে। জনগণ প্রতিটি নৃশংসতার জবাব দেবে।”

উল্লেখ্য, জমির লেনদেন সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। এই সময়, সোরেন রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এখন বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও