গার্ডেনরিচে বহুতল ভাঙার জন্য দায়ী রাজ্যের দুর্নীতিগ্রস্ত প্রশাসন: বিকাশরঞ্জন

‘‘গার্ডেনরিচে বহুতল ভাঙার জন্য দায়ী রাজ্যের দুর্নীতিগ্রস্ত প্রশাসন।’’ মঙ্গলবার মুজফ্‌ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন একথা বললেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র এবং সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিমও।
বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই পৌরসভায় দুর্নীতি বেড়েছে। টাকার বিনিময় একের পর এক বেআইনি প্ল্যান পাশ করিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় কাউন্সিলররাও এর সঙ্গে যুক্ত।’’
উল্লেখ্য, গার্ডেনরিচে যে এলাকায় বাড়িটি ভেঙে পড়েছে, সেই এলাকার বিধায়ক কলকাতা পৌরসভার মেয়র ববি হাকিম।
তিনি আরও বলেন, ‘‘হাইকোর্টে প্রতিদিন কলকাতা এবং হাওড়া অঞ্চলের বহু সাধারণ মানুষ আসছেন বেআইনি নির্মান বন্ধ করার জন্য মামলা করতে। এটা আমার কথা নয়। হাইকোর্টের তথ্য দেখলেই দেখা যাবে।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও