মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল

বহিষ্কৃত লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের ঝামেলা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে মহুয়া। প্রশ্ন ঘুষ কান্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।
লোকপাল সিবিআইকে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সিবিআইকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। বিজেপি নেতা নিশিকান্ত দুবে ‘এক্স’-এ এক পোস্টে দাবি করে বলেছেন,”আজ আমার অভিযোগকে সত্য বলে বিবেচনা করে লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। অতএব কয়েক টাকার জন্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দুর্নীতি ও দেশের নিরাপত্তা বন্ধক রেখেছিলেন হিরানন্দানির কাছে।”

আসলে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তৃণমূল নেতা মহুয়া মৈত্রকে সংসদে প্রশ্ন করার জন্য টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, মহুয়া তার বন্ধু হিরানন্দানিকে সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন বলে অভিযোগ। মহুয়ার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন নিশিকান্ত দুবে। এরপর গঠন করা হয় এথিক্স কমিটি। এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে অভিযোগের ন্যায্যতা প্রমাণ করেছে এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এরপর মহুয়া মৈত্রার আচরণকে অনৈতিক ও অশোভন বিবেচনা করে তার সদস্যপদ বাতিল করা হয়। মহুয়া মৈত্র কৃষ্ণনগর আসন থেকে তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতেছিলেন। এবারও একই আসন থেকে মহুয়াকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও