শুক্রবার দ্বিতীয় দফার ভোট ৮৮ আসনে

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফাই দেশের এক-তৃতীয়াংশ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। অর্থাৎ ৫৪৩টি আসনের মধ্যে ১৮৯টি আসনের প্রার্থীদের ভাগ্য ইভিএমে আটকে থাকবে। শুক্রবার কেরালার ২০টি আসনে একযোগে ভোট হবে। এছাড়া রাজস্থানের বাকি ১৩টি আসনে ভোট হবে। অন্যদিকে বাংলার দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ আসনে ভোট গ্রহণ হবে। এই তিন আসনে লড়ছেন ৪৭ জন প্রার্থী। এঁদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২০১৯ সালের লোকসভানির্বাচনে তিনটি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। বিজেপির হয়ে দার্জিলিং আসনে রাজু বিস্তা, বালুরঘাটে সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জ আসনে দেবশ্রী চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবশ্রী চৌধুরী মোদী সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। এবার ওই আসনে কার্তিক পালকে টিকিট দিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের হয়ে বালুরঘাটে বিপ্লব মিত্র, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এবং দার্জিলিংয়ে গোপাল লামা লড়াই করছেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও